খাতুনগঞ্জে দেড় হাজার টাকার এলাচি বিক্রি তিন হাজারে, ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিকেজি এলাচি আমদানি করতে ট্যাক্স ও অন্যান্যখাতে ব্যয়সহ খরচ পড়ে ১ হাজার ৪৫০ টাকা। সেই হিসেবে পাইকারি পর্যায়ে ১৫ শতাংশ লাভে বিক্রি করলেও এলাচির দাম ১৬০০ থেকে ১৭০০ টাকার মধ্যেই থাকার কথা। কিন্তু খাতুনগঞ্জে চলছে উল্টো রীতি। তিন হাজার টাকার নিচে এলাচি বিক্রি করছেন না ব্যবসায়ীরা।

রমজান মাসে ভোগ্যপণ্যর বাজার স্থিতিশীল রাখতে, এসব অনিয়মের বিরুদ্ধে খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানে এক এলাচি বিক্রেতাসহ দুই চিনি বিক্রেতাকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১০ মার্চ) দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগন্ঞ্জে এই অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এছাড়া খাতুনগঞ্জের অন্যতম চিনি বিক্রয়কারী প্রতিষ্ঠান আরএম এন্টারপ্রাইজ ও নাবিল গ্রুপের চিনি কেনাবেচার রশিদ নেই। অনেকটা নিজের ইচ্ছায় চলছিল ব্যবসা। এস আলমের সুগার মিলে আগুন লাগার পরই এমন কারসাজি করছিল পাইকারি চিনি বিক্রয় প্রতিষ্ঠানগুলো। যার ফলে খুচরা বাজারে প্রতিকেজি চিনিতে দাম বাড়ে ৫-৭ টাকা।

রশিদ ছাড়া বিক্রির শাস্তিস্বরূপ আরএম এন্টারপ্রাইজকে ৩০ হাজার ও নাবিল গ্রুপকে ৫০ হাজার টাকা। একইসঙ্গে বেশি দামে এলাচি বিক্রির দায়ে এবি ট্রেডার্সকে ৪০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, এবি ট্রেডার্স’র এলসি পর্যালোচনা করে দেখা গেছে, তাদের প্রতিকেজি এলাচি আমদানি করতে ট্যাক্স ও আনুসঙ্গিক অন্যান্য খরচসহ প্রায় ১৪৫০ টাকা পড়েছে। কৃষি বিপণন আইন অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৫ শতাংশ লাভ করলে দাম ১৬০০ থেকে ১৭০০ টাকার মধ্যে থাকার কথা। তবে ওেই প্রতিষ্ঠানে এলাচি বিক্রি হচ্ছিল ২২০০ থেকে ৩১০০ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠান প্রধানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যবসায়ী জনসমক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন যে, শ্রেণি অনুযায়ী ১৬০০ থেকে ২০০০ টাকার বেশি তিনি এলাচি বিক্রি করবেন না।

এছাড়া চিনি বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠান আরএম এন্টারপ্রাইজ এবং নাবিল গ্রুপের কোনো কেনাবেচার রশিদ সংরক্ষিত ছিল না। ফলে তারা কত টাকায় কিনছেন বা বিক্রি করছেন, তা আমরা জানতে পারছি না। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ সুযোগে বাজারে চিনির দাম বাড়িয়ে ফেলছে। এজন্য সতর্কতামূলকভাবে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৩০ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm