চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার বদলপুরা বৈরাগী এলাকার নিজ বাসা থেকে সোমবার বিকালে আব্দুর রহিম নামে এক যুককে আটক করা হয়। আব্দুর রহিম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব আরো জানায়, কর্ণফুলী উপজেলার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে রোববার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মাদকদ্রব্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৮০ লাখ টাকা।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ‘আটক যুবক কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে। এরপর এসব মাদক চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।’
বিএস/এমএফও