খাটের নিচে কোটি টাকার ইয়াবা, টেকনাফে ২ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আব্দুল গফুর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে রবি আলম (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। তিনি বলেন, ‘হোয়াইক্যংয়ের পশ্চিম সাতঘরিয়াপাড়া এলাকার জনৈক আব্দুল গফুরের বসতঘরে ইয়াবা মজুদের খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। এতে খাটের নীচে লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলোর মূল্য প্রায় এককোটি টাকা। পরে ইয়াবা কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে দুজনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।’
এএইচ