খাগড়াছড়ি জেলা পরিষদের পার্কিংশেড ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৭

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

শনিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলার পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাজ্জাদ। তিনি শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ যোগাতেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, সম্প্রসারিত ভবনের সামনের অংশের ছাদ ঢালাইয়ে ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত ও আহতদের পরিবারকে সহযোগিতা অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, নিহত এক শ্রমিকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসাপাতালে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

Yakub Group

এদিকে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ঘটনার খবর পেয়ে এ ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!