খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় ২৯ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রামগড় পৌরসভার মাস্টারপাড়া (সিনেমা হল) থেকে রামগড় পৌরভবন পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ আদেশ দেন।
একই স্থানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির হিসেবে রামগড় বিএনপি সভা করা অনুমতি প্রার্থনা করে। একইভাবে রামগড় ছাত্রলীগও ১৫ আগস্ট উপলক্ষে শোকসভা করা অনুমতি চায়।
২৮ আগস্ট সন্ধায় বিছিন্ন কিছু ঘটনা এবং ২৯ আগস্টএকই স্থানে দুই দল সভা আহবান করায় ওই স্থানের আশপাশের এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানা গেছে।
আদেশে বলা হয়, ওই এলাকায় চারজনের বেশি লোক একত্র হতে পারবে না। অনুমতিবিহীন কোন প্রকার সভা সমাবেশ করা যাবে না।
সিপি