খাগড়াছড়ির মহালছড়িতে অভিযান চালিয়ে ২ একর গাঁজার ক্ষেত ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে কলাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে আটক করা হয়েছে। তারা হলেন বিকাশ চাকমা (৩৫) ও টুলু চাকমা। ধ্বংস করে দেওয়া গাঁজার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
সেনাবাহিনীর মহালছড়ির বিজিতলা সাব জোন কমান্ডার মেজর আসিফ ইকবার জানান, প্রত্যন্ত ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে তল্লাশীকালে বিশাল এ গাঁজা ক্ষেতটির সন্ধান পায় সেনাবাহিনী। পরে তারা গাঁজার গাছগুলো উপড়িয়ে এক জায়গায় স্তূপ করে এবং আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ তাদের সংগঠনের অর্থের যোগান দিতে দুই পাহাড়ের মাঝে উর্বর জমিতে ঘেরা দিয়ে সুকৌশলে এবং বিশেষ নিরাপত্তায় এ গাঁজার চাষ করছিল।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে আসামিদের কোর্টে হাজির এবং নিয়মিত মামলা রুজু করা হবে।’
এএইচ