s alam cement
আক্রান্ত
৪৫৭০৮
সুস্থ
৩৪৯৫২
মৃত্যু
৪৩৭

খাগড়াছড়িতে বজ্রপাতে গরুসহ ২ জনের মৃত্যু

0

খাগড়াছড়িতে বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে পৃথকস্থানে তাদের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে দুটি গরুও মারা গেছে।

নিহতরা হলেন খাগড়াছড়ির জেলা সদরের ভূয়াছড়ি এলাকার রমজান আলী (৫২) ও মাটিরাঙ্গার গুমতির আদম আলী (৪০)।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়িতে নিজ ঘরের বারান্দায় বসা ছিলেন রমজান আলী। এ সময় বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিক তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান আলী পেশায় একজন শ্রমিক।

অপরদিকে মাটিরাঙ্গার গুমতির রত্নাটিলা এলাকায় বজ্রপাতে প্রাণ হারালেন মো. আদম আলী (৪০) নামে এক কৃষক।

জানা গেছে, কৃষক আদম আলী নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে হলে তিনি অজ্ঞান হয়ে মাঠিতে পড়ে যান। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Din Mohammed Convention Hall

এএইচ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm