খাগড়াছড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৮

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৬জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে খাগড়াছড়িতে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ জনে। যার মধ্যে ১১ জন বাড়ি ফিরে গেলেও ১৭ জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুরুর দিকে ঢাকা ফেরত মানুষরাই ডেঙ্গু আক্রান্ত হয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে অধিকাংশই খাগড়াছড়িতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। বর্তমানে খাগড়াছড়ি হাসপাতালেই ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। গত ৪ দিনে ৬৬ জনের ডেঙ্গু পরীক্ষা করা হয়।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা বলেন, ‘শুরুর দিকে ঢাকায় থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হলেও বর্তমানে খাগড়াছড়িতে অবস্থান করেই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে। এ নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!