খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহন ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. ইউনুস মিয়া (৩৮) নামের ট্রাকচালক নিহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহন ও চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।
ট্রাকচালকের সহযোগী মো. রাজন জানান, নিহত ট্রাকচালক মো. ইউনুস মিয়া চট্টগ্রামের অলংকার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি কুমিল্লা জেলার স্থায়ী বাসিন্দা।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ডিজে