খাগড়াছড়িতে পৃথক মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীবন রায় দিয়েছেন আদালত।
বুধবার (৩০ নভেম্বর) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত হত্যা মামলায় শিরিনা আক্তার ও আব্দুল জলিলকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহেরের আদালত ধর্ষণ মামলায় চারজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, ‘২০১৪ সালের সেপ্টেম্বরে রামগড়ের গর্জনতলী এলাকায় স্ত্রী শিরিনা আক্তারের সঙ্গে পরকীয়ার জেরে ইউসুফকে গলাকেটে হত্যা করেন আব্দুল জলিল। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা শিরিনা আক্তার তার স্বামী আব্দুল জলিলের সঙ্গে মিলে প্রেমিক ইউসুফকে হত্যা করে। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলায় দু’জনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে খালাস দেওয়া হয়।
এছাড়া ১৯৯৯ ও ২০০০ সালের পৃথক দুটি ধর্ষণ মামলায় চার আসামিকে যাবজ্জীবন সাজা দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহেরের আদালত।
ডিজে