খসরুর সম্পত্তির হিসাব বিবরণী চেয়েছে দুদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীকে একুশ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ আগস্ট) কমিশনের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত চিঠিতে হিসাব বিবরণী চাওয়া হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।

তার ব্যক্তিগত সহকারী সেলিম উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ঢাকায় চিঠি ইস্যু হয়েছে শুনেছি। বিস্তারিত কিছু জানি না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে হিসাব বিবরণী জমা না দিলে খসরু দম্পত্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দুদক।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!