চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা খালপাড় এলাকায় মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল একটি কারখানায়। জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে রং মিশিত ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে এ অভিযানে পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
প্রতীক দত্ত বলেন, ‘ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করছিল একটি কারখানা। এছাড়া দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং রং দিয়ে তৈরি আইসক্রিমগুলোর গায়ে কোনো উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না।’
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ১২ হাজার পিস মানহীন, রং মিশিত আইসক্রিম ধ্বংস করা হয়।’
আরএ/ডিজে