ক্যার্ভাড ভ্যানের ধাক্কায় মারা গেলেন নৈশ প্রহরী

কক্সবাজারের উখিয়ায় ক্যার্ভাড ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের হারু মিয়া (৭০)।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের আলী মুরা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়ার রাজাপালং ইউনিয়নের আলীমুরা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল হারু মিয়া। রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্যাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এসময় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত হারু মিয়াকে উখিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

তবে এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানেন না বলে জানান।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm