ক্যাম্প থেকে পালিয়ে লেবুবাগানে কাজ করতে চট্টগ্রাম এসেছিল ৭৪ রোহিঙ্গা

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে লেবুবাগানে কাজ করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন ৭৪ জন রোহিঙ্গা। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকায় তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

তিনি বলেন, ‘কক্সবাজার জেলার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ৭৪ জন পুরুষ রোহিঙ্গা চট্টগ্রামের বোয়ালখালীতে চলে এসেছিল। অভিযান চালিয়ে করলডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রোহিঙ্গারা করলডেঙ্গা এলাকায় লেবু বাগানে কাজ করার জন্য বোয়ালখালীতে এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।’

ওসি আরও বলেন, ‘রোহিঙ্গাদের বোয়ালখালীতে কারা নিয়ে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করা হবে।’

এর আগে গত ২৭ জুন বোয়ালখালীর জৈষ্ঠাপুরা ও করলডেঙ্গাে এলাকা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!