কোতোয়ালী পুলিশের জালে আটকালো ৩ ডাকাত

চট্টগ্রামের কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলোর নিচে রাস্তার উপর অন্ধকার স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে পুলিশের হাতে।

মঙ্গলবার (১৫ জুন) রাতে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইমরান হোসেন প্রকাশ লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১), মো. জাফর ইকবাল মাসুম (২০)। বুধবার দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।

কোতোয়ালী থানার এসআই সাদ্দাম হোসেন জানান, সিআরবি থেকে টাইগারপাস, টাইগারপাস থেকে পলোগ্রাউন্ডমুখী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করতে প্রস্তুতি নিচ্ছিল ৭ থেকে ৮ জনের ডাকাত দল। পুলিশ আগাম খবর পেয়ে তাদের মধ্য থেকে ৩ জনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে তিনটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আইএমই/এমএফও

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!