কোতোয়ালীর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ১৬১ স্মার্ট ফোন উদ্ধার

0

নগরের কোতোয়ালী থানাধীন সিডিএ মার্কেটের (রয়েল প্লাজা) তৃতীয় তলার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৬১ স্মার্ট ফোন উদ্ধার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

মঙ্গলবার (২৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এক গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে জানান, ভারতে ব্যবহৃত স্মার্ট ফোন চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে কম দামে দেশে এনে বাজারজাত করার উদ্দেশ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় ঘটনাস্থলে প্রেরণ করেছে। তারা অজ্ঞাতনামা সহযোগীদের সাহায্যে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে উদ্ধারকৃত পুরাতন ব্যবহৃত মোবাইলগুলো বাংলাদেশের ভেতর বাজারজাত করার জন্য প্রেরণ করেছে।

s alam president – mobile

তিনি আরও জানান, মোবাইল উদ্ধার হলেও অভিযুক্তরা পলাতক রয়েছে। তারা হলেন মো. আবদার উদ্দিন (২৮), নিজাম উদ্দিন (৪০), সাহল খান (৩৩) এবং মো. আরিফ (৩৭)।

সংশ্লিষ্ট ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এইচটি/এসএস

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!