কোতোয়ালীতে ৮ গাঁজাসেবীকে দণ্ড দিলো জেলা প্রশাসন

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেল স্টেশন ও আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় জেলা প্রশাসনের অভিযানে ৮জন মাদকসেবী আটক হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বিকাল ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কোতোয়ালীর পুরাতন রেলস্টেশন এলাকায় জেলা প্রশাসনের অভিযানে হোটেল বিরতির পাশ থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৪জনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন মো. হৃদয় (৪০), মো. জয়নাল আবেদীন (৩০),মো. আল আমীন (২৫), মো. উজ্জ্বল ভুঁইয়া (৩৫)। একই অভিযানে আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মীর হোসেন (২৮), মো. (২৪), মো. ইরফান (২৪), মো. জহিরুল ইসলাম (২৫)।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃতদের বিভিন্ন মেয়াদে ৩-৭ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএম/এসএস

ksrm