কোতোয়ালী ও ডবলমুরিংয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলীর মোড় ও রাইফেল ক্লাবের সামনে থেকে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন পার্কিংয়ের জায়গা থেকে অবৈধ গেট অপসারণ ও ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ করা হয়।

এছাড়া রাইফেল ক্লাবের সামনে থেকে লয়েল রোড হয়ে লালদীঘির পাড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত থেকে প্রায় ৫০টি অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।

ফুটপাতে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ছয় ব্যবসায়ীর কাছ থেকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm