কোতোয়ালীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামের কোতয়ালী থানা এলাকার তিন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৯ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল হিল টাউন, হোটেল ক্যামেলিয়া ও হোটেল সম্রাটে এ অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ তোলা হয় পুলিশের পক্ষ থেকে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, তিনটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছিলো৷ পুলিশ এসব হোটেলে অভিযান চালিয়ে ১১ জন পুরুষ ও ৮ জন নারীকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm