কোতোয়ালীতে ১১ অবৈধ সীমানা দেয়াল উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর আমতলী মোড় সংলগ্ন রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের ১১টি অবৈধ সীমানা দেয়াল উচ্ছেদ করে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

রোববার (২১ মে) সকাল ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মাদ।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ জানান, আমতলী মোড় সংলগ্ন রাইফেলস ক্লাবের পশ্চিমাংশের সীমানা দেয়াল ভেঙে দোকান নির্মাণ করেছিল অবৈধ দখলদাররা। সেই জায়গা থেকে ১১টি অবৈধ সীমানা দেয়াল ভেঙে ৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

s alam president – mobile

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!