চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি টিপ ছুরি ও একটি হাতপাঞ্জা উদ্ধার হয়।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়। তবে বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ।
আটকরা হলেন মো. আব্দুর রহিম (৩২), মো. জাকির হোসেন (২৬), মো. ওসমান গনি (২৪), মো. জাহিদ ইসলাম (১৫), মো. নীরব (১৬) ও মো.বিল্লু (১৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক জানান, রাত পৌনে ১১টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের দেহ তল্লাশি করে দুটি টিপ ছুরি ও একটি হাতপাঞ্জা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’
আরএ/ডিজে