চট্টগ্রামের কোতোয়ালী থানার আসকারদিঘীর দক্ষিণ পাড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ মে) সকালে মালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহতের নাম অর্পিতা মজুমদার প্রকাশ তরি দাশ (২৩)। চট্টগ্রামের চন্দনাইশ থানার পাঠানদন্ডি গ্রামের মজুমদার বাড়ির মৃত শেখর মজুমদার প্রকাশ সাগরের মেয়ে। তার স্বামীর নাম রাজন দাস (৩৫)। আশকার দিঘী দক্ষিণ পাড়ের শফির বিল্ডিংয়ের নিচতলার ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সকালে খবর পেয়ে আসকার দিঘির দক্ষিণ পাড় এলাকার মালিপাড়ায় একটি ভাড়ার ঘরে গিয়ে অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার। পরে লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দেওয়ার তথ্য পাওয়া গেছে। পরবর্তীতে পোস্ট মর্ডেমের প্রতিবেদন পেলে বুঝা যাবে ঘটনার প্রকৃত ঘটনার সহস্য। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।
এমএ/এমএফও