চট্টগ্রাম আদালতের প্রবেশমুখে দিনদুপুরে খাদ্য কর্মকর্তার স্বর্ণের চেইন ছিনতাই করে ধরা খেয়েছে এক ছিনতাইকারী। পথচারীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে ছিনতাই হওয়া চেইন চক্রের অন্য সদস্যদের দিয়ে দিলে তা উদ্ধার সম্ভব হয়নি।
আটক ছিনতাইকারীর নাম বাদশা (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে কোতোয়ালীর চট্টগ্রাম আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডিসি অফিসে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বৈঠক শেষে কর্ণফুলী যাওয়ার পথে লেগুনা গাড়িতে উঠছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম। এ সময় তার গলায় স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী। তৎক্ষণৎ পথচারীরা ছিনতাইকারীকে ধরে ফেললেও ততক্ষণে ছিনতাইয়ের চক্রের অন্যদের কাছে চেইনটি দিয়ে দেওয়া হয়। পরে ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে পথচারীরা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দিনদুপুরে চেইন ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ছিনতাইকারী জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করে। এ বিষয়ে একটা মামলা হয়েছে।
আরএ/ডিজে