সাধারণত ক্রিকেট ক্যারিয়ার শেষ করেই কোচিং পেশায় আসতে দেখা যায় ক্রিকেটারদের। কিন্তু মঙ্গলবার মিরপুরে শুরু হওয়া বিসিবি’র লেভেল ওয়ান কোচিং কোর্সে দেখা গেল ভিন্ন চিত্র। কোর্স করতে দেখা গেল শাহরিয়ার নাফিস, সৈয়দ রাসেল, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, মোহাম্মদ শরিফদের। এদের মধ্যে কেউ-ই এখনও ক্রিকেটকে বিদায় বলেননি।
অনেকে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন নিয়মিত। অনেকে আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন। এমন অনেক ক্রিকেটারই ঝুঁকছেন কোচিং পেশার দিকে। আফতাব আহমেদ, নাজমুল হোসেনরা আগেই কোচিং শুরু করে দিয়েছেন। আরো এক ঝাঁক ক্রিকেটার নজর দিয়েছেন কোচিং পেশায়। এদের মধ্যে বেশিরভাগ জাতীয় দলের ক্রিকেটার। অনেকে ক্রিকেটকে বিদায় না জানালেও কোচিংটা শিখে রাখছেন।
লেভেল ওয়ান কোচিং করতে দেখা গেল বেশকিছু পরিচিত মুখকে। যারা এক সময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। মিরপুরে লেভেল ওয়ান কোচিং কোর্স করতে দেখা গেল শাহরিয়ার নাফিস, সৈয়দ রাসেল, সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, আবদুর রাজ্জাক, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, ইলিয়াস সানি, রবিউল ইসলাম শিপলুদের।