কোচিংও বন্ধ, শনিবার থেকে ৫ শ্রেণির ক্লাস হবে সংসদ টিভিতে

প্রাক-প্রাথমিক থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি আগামী ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের কোচিংও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্বান্ত নেওয়া হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, ‘এ সময়ে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।’

মন্ত্রী আরও জানান, আগামী ২৮ মার্চ শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণির ক্লাস সম্প্রচার করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!