কৈবল্যধামের মোহন্ত মহারাজ অশোক কুমার চট্টোপাধ্যায় পরলোকে

শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের ষষ্ঠ মোহন্ত মহারাজ শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় পরলোকগমন করেছেন। তিনি ৪ মার্চ (বুধবার) রাত ২টা ১০ মিনিটে ভারতের পিয়ারলেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোহন্ত মহারাজ ১৯৪৫ সালে খুলনা জেলার বাগেরহাটে জন্মগ্রহণ করেন।

তিনি দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন দীর্ঘদিন। শেষ অবধি শ্রী শ্রী কৈবল্যধামের সভাপতি ছিলেন মহারাজ শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়।

মোহন্ত মহারাজ শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায়ের শ্রীদেহ শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রামে সমাধীস্থ করা হবে।

তবে সমাধীস্থের সময়সূচি বিষয়ে এখনো সিদ্ধান্ত জানাতে পারেননি কৈবল্যধামে আশ্রমের ট্রাস্টি অ্যাডভোকেট প্রদীপ দত্ত।

আদর/এসএইচ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!