কেমিক্যাল দিয়ে কেক বানায় মিরসরাইয়ের জান্নাত ফুড

চট্টগ্রামের মিরসরাইয়ে কেমিক্যাল দিয়ে কেক বানানো এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে মিরসরাই পৌর সদর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও মিরসরাই থানার উপ-পরিদর্শক আতাউর রহমান।

জানা গেছে, অভিযানে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি করায় আলিফ ডিপাটমেন্টাল স্টোরকে ১ হাজার ও কেক বানাতে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অপরাধে জান্নাত ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ‘পৌর সদরের আলিফ ডিপাটমেন্টাল স্টোরকে বিএসটিআই অনুমোদনহীন পণ্য বিক্রি দায়ে এক হাজার টাকা এবং খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশানোয় জান্নাত ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm