কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিচ্ছে সাতকানিয়া কৃষক লীগ

প্রখর রোদ। সূর্যের পাশাপাশি উত্তাপ ছড়াচ্ছে যেন মাটিও। এ অবস্থায় প্রস্তুত ২৫-৩০ জনের একটি দল। তাদের কোমরে বাধা গামছা, হাতে কাস্তে। একসঙ্গে মাঠে নেমে ধান কাটতে শুরু করলেন সবাই মিলে। ঘামে ভিজে একাকার হলেও ক্লান্তির বদলে চোখেমুখে তাদের উচ্ছ্বাস। কারণ অসহায় কৃষকের ধান কাটতে পারাতেই তাদের এ তৃপ্তি।

ধান কেটে দিয়েই দায় শেষ করেননি তারা। আঁটি বেধে তুলে নিলেন সবাই নিজ কাঁধে। পৌঁছে দিলেন কৃষকের বাড়িতে। শুধু তাই নয়, মাড়াই করে গোলায়ও তুলে দিলেন কৃষকের ধান।

এভাবে সাতকানিয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন উপজেলা কৃষক লীগ নেতাকর্মীরা। প্রতিদিন ৪০ শতক জমির ধান কেটে দিচ্ছেন তারা। এ পর্যন্ত তারা উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের ৩০০ শতক জমির ধান কেটে দিয়েছে।

কৃষকের ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিচ্ছে সাতকানিয়া কৃষক লীগ 1

জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ধান পাকা শুরু হলে অসচ্ছল কৃষকদের সঙ্গে যোগাযোগ শুরু করে কৃষক লীগের নেতাকর্মীরা। পালাক্রমে ২৫-৩০ জনের টিম গিয়ে নির্ধারিত দিনে কৃষকের ধান কেটে দেয় তারা। পরে ধানগুলো ক্ষেত থেকে নিয়ে পৌঁছে দিচ্ছেন কৃষকের বাড়িতে। পাশাপাশি ধান মাড়াই করে তুলে দিচ্ছেন গোলায়ও।

কৃষক লীগ নেতারা জানান, গত ৪ মে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের কৃষক প্রদীপ দাশের ৫০ শতক ধান কাটার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সাত দিনে ১০ জন কৃষকের প্রায় ৩০০ শতক জমির ধান কেটে দেয় তারা। সাতকানিয়ার কালিয়াইশ ছাড়াও বাজালিয়া, নলুয়া ও চরতি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রাথমিক পর্যায়ে কৃষক প্রদীপ দাশ, শিমুল দাশ, সেন্টু দাশ, অন্তু দাশ, রতন দাশ, হারাধন দাশসহ ১০ জম কৃষকের ধান কেটে দেয় কৃষক লীগের নেতাকর্মীরা।

কৃষক প্রদীপ দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনা পরিস্থিতিতে ধান কাটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। এ কষ্টের সময় সাতকানিয়া উপজেলা কৃষকলীগের যেভাবে পাশে দাঁড়ালো তা কখনো ভুলবার নয়।’

উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক উম্মে কুসুম স্মৃতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের নির্দেশনায় আমরা কৃষকের ধান কাটা কার্যক্রম পরিচালনা করছি৷ এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপজেলা কৃষক লীগের সভাপতি সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, ‘প্রতিদিনই ২৫-৩০ জমের একটি দল কৃষকের ধান কেটে দিচ্ছে সাতকানিয়া উপজেলায়। পাশাপাশি ধান বাড়িতে নিয়ে গিয়ে আমাদের টিমের সদস্যরা ধান মাড়াইও করে দিচ্ছে। যতদিন অসহায় কৃষকের ধান কাটা শেষ হবে না, ততদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

কৃষক লীগের উদ্যোগে ধান কাটা কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন চক্রবর্তী, কার্যকরী সদস্য বাবু তালুকদার, পিকলু দাশ, স্বপন দাশ, সন্তোষ দাশ, বশর ভান্ডারী, খোকন জলদাশ, সুমন দাশ, বিমল চক্রবর্তী, সুজন দাশ, পূশন দাশ, সুজন দাশ, সঞ্জয় দাশ রানা কর্মকার।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm