s alam cement
আক্রান্ত
১০০৮০১
সুস্থ
৭৯৬৩৫
মৃত্যু
১২৬৮

কুয়েতে বিদ্যুতস্পর্শে মারা গেলেন চট্টগ্রামের লোক

0

কুয়েতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দীন (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) কুয়েত সিটিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের মামাতো ভাই মাহফুজুর রহমান জানান, মাঈনুদ্দীন দেশটির একটি কন্সট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বহু বছর ধরেই তিনি কুয়েতে বসবাস করছিলেন। সাত ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তার তিন ছেলের মাঝে বড় ছেলেও কুয়েতে আছেন।

প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে নিহতের লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm