কুয়েতের বহুতল ভবনে লেখা ছিল চট্টগ্রামের ছেলের চিরবিদায়
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে একটি বহুতল ভবনে গ্লাস লাগানোর সময় হঠাৎ তৃতীয় তলা থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হল চট্টগ্রামের ছেলে বেলালের। বিদেশে গিয়ে ভাগ্য ফেরানোর আগেই চলে গেলেন না ফেরার দেশে।
বৃহষ্পতিবার (৭ নভেম্বর) কুয়েতে বেলালের কর্মস্থলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বেলাল (৩৮) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের মোহাম্মদ আবদুর রহমানের ছেলে। কয়েক বছর আগে তিনি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের ধনী দেশ কুয়েতে।
জানা গেছে, একটি বহুতল ভবনে গ্লাস লাগানোর সময় হঠাৎ তৃতীয় তলা থেকে গ্লাসসহ নিচে পড়ে যান বেলাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলালের ছোট ভাই মোহাম্মদ হেলাল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ বেলালের দুই বছরের একমাত্র কন্যাসন্তান ও স্ত্রী রয়েছেন। তার মৃত্যু সংবাদ গ্রামের বাড়িতে পৌছলে স্ত্রী-কন্যা-আত্মীয়স্বজন সকলেই কান্নায় ভেঙে পড়েন। তার মরদেহ দ্রুত কাছে দেশে পাঠানোর ব্যবস্থার জন্য কুয়েত দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছে পরিবার।
সিপি