কুতুবদিয়া চ্যানেলে ভাসমান তিন জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে ভাসমান অবস্থায় তিন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নৌবাহিনীর জাহাজ ‘নির্মূল’ তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. শাকিল, মিনহাজ উদ্দিন ও শওকত আহমেদ। তাদেরকে নৌবাহিনীর জাহাজে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে তিনজনকে আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে নৌবাহিনী পরিচালিত নিয়মিত টহলে ‘অপারেশন প্রতিরোধ’ থাকাকালে ‘বানৌজা নির্মূল’ কুতুবদিয়া লাইট হাউস থেকে নয় কিলোমিটার দূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় থাকা নৌকা থেকে তিন জেলেকে উদ্ধার করে বানৌজা নির্মূলের সদস্যরা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!