কক্সবাজারের কুতুবদিয়ায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ফেরদৌস।
কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশে মঙ্গলবার (১২ মে) কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায় করোনা আক্রান্ত রোগীর বাড়ি ও তার আশপাশের অন্যান্য বাড়ি সম্পূর্ণভাবে লকডাউন করা হয়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, লকডাউন করা বাড়ির লোকজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ওই বাড়িতে করোনা রোগী শনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, কক্সবাজার সদরে থাকা কুতুবদিয়ার ওই রোগী সম্প্রতি নিজ বাড়িতে আসা-যাওয়া করতে পারে। প্রশাসনের ভয়ে হয়তো তথ্য লুকাচ্ছে।
এএইচ