কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতার লাকড়ি রাখার ঘরে মিললো অস্ত্রের সন্ধান

কক্সবাজারের কুতুবদিয়ায় আওয়ামী লীগ নেতার লাকড়ি রাখার ঘরে মিললো অস্ত্রের সন্ধান। বেশ কিছু অস্ত্রসহ কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন দু’জন। এছাড়া উদ্ধার করা হয়েছে ১টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ড ফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি সাবল, ৩টি মোবাইল সেট এবং বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প।

সোমবার (২৩ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক দু’জন হলেন—কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালি বাইঙ্গাকাটা এলাকার আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মো. সিরাজুদ্দৌল্লাহ (৫৬) এবং মো. কায়সার (৪৮)।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সিরাজুদ্দৌল্লাহর বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিসিজিএস কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কুতুবদিয়ার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. সিরাজুদ্দৌল্লাহর (৫৬) বাড়ির লাকড়ির ঘরে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ২টি প্যারাস্যুট রকেট হ্যান্ডফ্লেয়ার, ১টি চাপাতি, ২টি চাকু, ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল, ৬টি দা, ৩টি সাবল, ৩টি মোবাইল সেট এবং বিপুল পরিমাণ স্বাক্ষরকৃত ব্ল্যাঙ্ক স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় মো. সিরাজুদ্দৌলাহ ও তার সহযোগী মো. কায়সারকে আটক করা হয়।

জব্দ করা অস্ত্রশস্ত্রসহ আটক ব্যক্তিদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সিরাজদৌল্লাহ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm