চট্টগ্রামের রাউজানে কুকুর মারতে গিয়ে নিজের বন্দুকের গুলিতে কুকুরসহ কোব্বাত হোসেন (৪৮) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত প্রবাসী কোব্বাত হোসেন উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড় ঠাকুর পাড়ার মদিনা আবাসিক এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম।
স্থানীয়রা জানান, প্রবাসী কোব্বাত হোসেন দুই মাস আগে প্রবাস থেকে ফিরে তার নামে লাইসেন্স করা দুই নল বিশিষ্ট বন্দুকটি রাউজান থানা থেকে নিয়ে আসেন। বন্দুকের গুলি দিয়ে কুকুর মারতে গিয়ে কুকুরসহ ওই প্রবাসী ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। প্রবাসী ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএইচ