কীটনাশক খেয়ে ৫ সন্তানের মায়ের আত্মহত্যা লোহাগাড়ায়

0

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ড খতির বর বাড়িতে এ ঘটনা ঘটে।
তিনি দিনমজুর আব্দুস ছবুরের স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান বলেন, তারা স্বামী-স্ত্রী বাড়িতে থাকেন। প্রতিদিনের মতো সকালে তার স্বামী কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যায়।
দুপুরে স্বামী ছবুর বাড়িতে ফিরে দেখে তাঁর স্ত্রী আয়শা অচেতন অবস্থায় পড়ে আছে এবং কীটনাশকের গন্ধ পাই।

s alam president – mobile

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না কেউ।

খবর পেয়ে লোহাগাড়া থানার একটি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। নিহতের স্বামীর সাথে কথা বলে জানতে পারি তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। বাড়িতে তারা স্বামী-স্ত্রী দুজনই শুধু থাকেন। আর সন্তানেরা বাইরে থাকেন।

Yakub Group

ওসি জানান, কী কারণে স্ত্রী আত্মহত্যা করেছে সে ব্যাপারে কোন তথ্য দিতে পারেননি তার স্বামী। এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!