‘কিশোর গ্যাং’—মহসিন কলেজ ছাত্রকে হঠাৎ মারধর, ছিনিয়ে নিল টাকা

চট্টগ্রামের সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র (মাস্টার্স) অধ্যয়নরত সাইফুর রহমানের উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এ সমর তারা সাইফুরের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৫ টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল মৌলভী বাজার আরফাতের কাপড়ের দোকানে সামনে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, চন্দনাইশের পূর্ব বরকল ৯ নং ওয়ার্ডের কিশোর গ্যাং লিডার মো. তাজবিউল (২৪) ও তার গ্রুপের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িত।

হামলার শিকার ও ভুক্তভোগী সাইফুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তাজবিউল একজন কিশোর গ্যাং লিডার। তার সংঘবদ্ধ গ্রুপ রয়েছে। তারা বিভিন্ন সময় আমার সাথে চলাফেরা করার চেষ্টা করলে আমি তাদের এড়িয়ে যাই। তারপর থেকে তারা আমার পিছু নেয়। বিভিন্ন সময় রাস্তা দিয়ে চলার পথে তারা আমার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। মাঝেমাঝে অকথ্য ভাষায় গালাগাল করে ও মারধরের হুমকি দেয়।’

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বরকল মৌলভী বাজার আরাফাতের কাপড়ের দোকানের সামনে গেলে তাজবিউল ও তার গ্রুপের সংঘবদ্ধ তিন সদস্য প্রথমে আমার শার্টের কলার ধরে টানাহেঁচড়া। পরে তারা আমাকে বেধড়ক মারধর করে। পরে দোকানের মালিক আরফাত বেরিয়ে আসলে তারা পালিয়ে যায়।’

সাইফুর আরও বলেন, ‘ওই দিন সন্ধ্যায় ৬টার সময় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বরকল হোসেন শাহ মাজারের সামনে আসলে মোটরসাইকেল নিয়ে তাজবিউলসহ আরও ৩ জন আমাকে আবার বেধড়ক মারধর করতে থাকেন। একপর্যায়ে আমি চিৎকার করলে তারা আমাকে প্রাণনাশের হুমকি ও বেশি বাড়াবাড়ি না করতে বলেন। আমার চিৎকার শুনে আশপাশের লোকজনকে আসতে দেখে আমার পকেটে থাকা নগদ ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় থানা অভিযোগ দেওয়া হলে কিশোর গ্যাং লিডার তাজবিউলে বাবা অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে চাপ দিয়ে যাচ্ছে। আমি জীবনের হুমকিতে আছি। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমার জীবনের নিরাপত্তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করেছি।’

এ বিষয়ে জানতে চন্দনাইশ থানার এসআই ছোটন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বাদী-বিবাদী দুই পক্ষের সাথে কথা হয়েছে। আগামীকাল বিকেলে দুই পক্ষের সাথে বসে ঘটনা কি জানার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এএন/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm