চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরী পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসেম খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫-৬ জন। পুলিশ এ ঘটনায় ৩৬ জনকে আটক করেছে।
বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জাম্বুরী পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযানও চালানো হচ্ছে।’
এমএফও