কিশোর গ্যাং—আগ্রাবাদে দু’গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩৬

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরী পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাসেম খান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫-৬ জন। পুলিশ এ ঘটনায় ৩৬ জনকে আটক করেছে।

বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘জাম্বুরী পার্ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হয়। ঘটনাস্থল থেকে আহত ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযানও চালানো হচ্ছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm