মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে পতেঙ্গা সমুদ্র সৈকতে মানববন্ধন করেছে পতেঙ্গা সমুদ্র সৈকত সী-বিচ দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায়
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মজু বলি হত্যাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নূর মোহাম্মদ ও তার ছেলে মাসুদের চাঁদাবাজিতে অতিষ্ঠ পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সী-বিচের ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানিরা। কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও হুমকি দেন নূর মোহাম্মদ বাহিনী। অপরাধ দমন ও পতেঙ্গা সমুদ্র সৈকতের সী-বিচে শান্তি ফিরিয়ে আনতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো. ওয়াহিদুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, আবদুল মজিদ, কাশেম, ফরহাদ, মহিউদ্দিন, ফারুক, মোহাম্মদ হোসেন, তাজু, ইলিয়াস, সোহেল, জাহাঙ্গীর, বেলাল, আবদুর রহমান, মিন্টু, শেখ আহম্মদ।
পরে ট্যুরিস্ট পুলিশ আশ্বাস দিলে মানববন্ধন শেষে চলে যান ব্যবসায়ীরা।