খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরী ধর্ষণ মামলায় দু’জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। ওই অর্থ ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কাঁঠালবাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৭) ও একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. সাবু মিয়া (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৬ সালের ১৭ এপ্রিল খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আসামি সাবু মিয়ার বাগানবাড়িতে সাবু মিয়া এবং রেজাউল ওই কিশোরীর (১৭) হাত-মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনার কিছুদিন পর ভিকটিম অপমান সইতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় ভিকটিমের পরিবার মামলা দায়ের করে। বিচারকাজ শেষে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, এমন রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধীরা এমন অপরাধ করার আর সাহস পাবে না।
ডিজে