চট্টগ্রামের মিরসরাইয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ মো. জসীম উদ্দিন নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত মো. জসীম উদ্দিন (২৮) খৈয়াছড়া ইউনিয়রে ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়ার ঝর্ণারোড় রাস্তার মুন্সিপাড়ার ঠেলা ইসলামের বাড়ির আবু তাহেরের ছেলে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার এক অভিভাবক থানায় এসে মো. জসীমের নামে তার কন্যাসন্তানকে ধর্ষণচেষ্টার মৌখিক অভিযোগ করেন। অভিযোগ শুনে এলাকায় তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় মো. জসিমকে আটক করে থানা নিয়ে আসা হয়।
পরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়ায় মো. জসীমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এছঅড়া জরিমানা অনাদায়ে আরও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডিজে