রাঙামাটির বাঘাইছড়িতে ১১ বছরের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাজের হোসেন (৩৫) নামের ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
আটক নাজের হোসেন বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড এফব্লক গ্রামের আবদুল হামিদের ছেলে।
শনিবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে উপজেলার চৌমুহনী মোড় থেকে নাজেরকে আটক করে পুলিশ।
ধর্ষণের শিকার উপজাতি ওই কিশোরীর বাবা জানান, নাজের হোসেন তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে মারিশ্যা-দিঘিনালা সড়কের নোয়াপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি বুঝতে পেরে রাতেই বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আটক নাজের হোসেন ঘটনাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।