কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক আটক

0

রাঙামাটির বাঘাইছড়িতে ১১ বছরের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাজের হোসেন (৩৫) নামের ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

আটক নাজের হোসেন বাঘাইছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড এফব্লক গ্রামের আবদুল হামিদের ছেলে।

শনিবার (২৮ আগস্ট) রাত ১০টার দিকে বাঘাইছড়ি থানার এসআই সাইদ আসাদ ও ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে উপজেলার চৌমুহনী মোড় থেকে নাজেরকে আটক করে পুলিশ।

s alam president – mobile

ধর্ষণের শিকার উপজাতি ওই কিশোরীর বাবা জানান, নাজের হোসেন তার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে মোটরসাইকেলে তুলে মারিশ্যা-দিঘিনালা সড়কের নোয়াপাড়া এলাকায় নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি বুঝতে পেরে রাতেই বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে আটক নাজের হোসেন ঘটনাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!