কিচেনে ছাগল জবাই করতে গিয়ে ধরা খেল হোটেল এমব্রোশিয়া

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং হোটেলের রান্নাঘরে ছাগল জবাইয়ের অপরাধে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের হোটেল এমব্রোশিয়াকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি বলেন, ‘অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং হোটেলের রান্নাঘরে ছাগল জবাইয়ের অপরাধে আগ্রাবাদের হোটেল এমব্রোশিয়ার বিরুদ্ধে মামলা রুজু করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।’

তিনি বলেন, ‘একই অভিযানে সাগরিকা গরু বাজার তদারকি করা হয়। এই সময় ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ইজারাদারকে ক্রেতা-বিক্রেতাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা, জীবানু নাশক স্প্রে, মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার রাখাসহ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!