কাস্টম হাউজে অর্থ-বছরের প্রথম মাসে প্রবৃদ্ধি ১২.৪৫%

চট্টগ্রাম কাস্টম হাউজে চলতি ২০১৯-২০ অর্থ-বছরের প্রথম মাসে রাজস্ব আদায়ের ক্ষেত্রে ১২.৪৫% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। ২০১৮-১৯ অর্থ-বছরের জুলাই মাসের চেয়ে ২০১৯-২০ অর্থ-বছরে জুলাই মাসে রাজস্ব আদায় বেশি হয়েছে ৪ শ ১২.৪২ কোটি টাকা। অর্জিত হয় ১২.৪৫ ভাগ প্রবৃদ্ধি।

চট্টগ্রাম কাস্টম হাউজ সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ-বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৬৩ হাজার ১ শ ৬৮.০২ কোটি টাকা। অর্থ-বছরের প্রথম মাস জুলাইয়ের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৪ হাজার ৮ শ ৮.০৯ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কম হয়েছে ১ হাজার ৮৩.৭৪ কোটি টাকা।

তবে বিগত তিনটি অর্থ-বছরে জুলাই মাসের রাজস্ব আদায়ের হার পর্যালোচনায় দেখা যায় চলতি অর্থ-বছরে জুলাই মাসের অর্জিত প্রবৃদ্ধির হার বেশি। ২০১৭-১৮ অর্থ-বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছিলো ৩ হাজার ১ শ ৬০.৭৮ কোটি টাকা। ওই মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয় ৩.৪৭ ভাগ। ২০১৮-১৯ অর্থ-বছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয় ৩ হাজার ৩ শ ১১.৯৩ কোটি টাকা। ওই মাসে প্রবৃদ্ধি অর্জিত হয় ৪.৮৭ ভাগ। চলতি অর্থ-বছরে জুলাই মাসে প্রবৃদ্ধি অর্জিত হয় ১২.৪৫ ভাগ।

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও তুলনামুলকভাবে প্রবৃদ্ধি বেড়েছে বিগত অর্থবছরের চেয়ে বেশি। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে চট্টগ্রাম কাস্টমস হাউজ।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার ফখরুল আলম বলেন, চলতি অর্থ-বছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে। অর্থ-বছরের প্রথম মাসে বিগত অর্থ-বছরগুলোর তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে, এটি অবশ্যই ইতিবাচক দিক। আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত থাকলে এবং বেশি রাজস্বের পণ্য আমদানির পরিমাণ বৃদ্ধি পেলে অব্যশই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় অর্জনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm