চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার কালুরঘাট সেতুতে প্রায় চার মাস পর আবারও গাড়ি থেকে টোল আদায় শুরু হয়েছে। ইজারাদার প্রতিষ্ঠানকে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা এ দায়িত্ব বুঝিয়ে দেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ইজারাদার প্রতিষ্ঠানের এ টোল আদায় কার্যক্রম শুরু করেছে। এর আগে বিকালে দায়িত্ব বুঝে নেয় ইজারাদার প্রতিষ্ঠান মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আলম ববি।
রেলওয়ে থেকে গাড়িপ্রতি টোলের হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে হিসেবে বাসের টোল ১০০ টাকা, ট্রাকের ১৫০ টাকা, মাইক্রোবাস ৬০ টাকা, প্রাইভেটকার ও জিপ ৫০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের টোল ২০ টাকা।
মো. আলম ববি জানান, কালুরঘাট সেতু পারাপারে গাড়ি থেকে টোল আদায়ে রেলওয়ে কর্তৃপক্ষ সেতু বুঝিয়ে দিয়েছে। যানবাহন প্রতি রেলওয়ে টোলের হার নির্ধারণ করে দিয়েছে।
এর আগে ২০২৩ সালে ১ আগস্ট থেকে কালুরঘাট সেতু সংস্কারকাজের জন্য যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করেন রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর সংস্কার কাজের তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের বিশেষজ্ঞ দল।
প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সংস্কার কাজ শেষে গত বছরের ২৭ অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এরপর গত তিন মাস ৯ দিন বিনা টোলে গাড়ি পারাপার হয়ে আসছিল।
ডিজে