কালুরঘাট ফেরিতে উঠেই মৃত্যু মাদ্রাসা শিক্ষকের

চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। বাসা চান্দগাঁও মোহরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

রোববার (২৮ এপ্রিল) সকালে মাদ্রাসায় নিজ কর্মস্থলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়া সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী বলেন, মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী কক্সবাজার জেলার কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। 
চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাড়ি সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm