চট্টগ্রাম নগরীর পুরাতন কালুরঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতু দে (২২) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সেতু বোয়ালখালী থানার বাসিন্দা।
বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘সকালে পুরাতন চান্দগাঁও এলাকায় একটি বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।’
আইএমই/এমএফও