কারাগারে বসেই ভারত থেকে অস্ত্র এনে বিক্রির পরিকল্পনা, ২ কারবারি আটক

ইয়াবাসহ আটকের মামলায় কারাগারে থাকাকালীন ২০২০ সালে পরিচয় তিন জনের। সেখানে বসে প্রতিবেশী দেশ ভারত থেকে অস্ত্র চোরাচালানের পরিকল্পনা তাদের। চক্রটিতে যোগ দেয় চট্টগ্রাম নগর, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও কক্সবাজারের একাধিক সদস্য। এভাবে পরিকল্পনা পর শুরু করেন অস্ত্রের কারবার। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের, ধরা পড়েন র‌্যাবের হাতে।

মঙ্গলবার (২৫ জুন) রাতে কক্সবাজার সদরের পিএমখালী ও কলাতলীতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও গুলিসহ চোরাচালান চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

বুধবার (২৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক।

গ্রেফতার দু’জন হলেন—কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার কাজি জাফর সাদেক ওরফে রাজু ও পিএমখালী ইউনিয়নের ধাওনখালী এলাকার হুমায় কবির।
র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জামিলুল হক জানান, তিন জন আসামির পরিচয় হয় কারাগারে। সেখানেই তারা পরিকল্পনা করে ভারত থেকে অস্ত্র আনার। জামিনে বেরিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে অস্ত্র আনার ব্যাপারে যোগাযোগ শুরু করে। তারপর তাদের চক্রে যোগ দেয় আরও একাধিক সদস্য। তাদের সহায়তায় অস্ত্র ও গুলি কক্সবাজারে আনতে শুরু করে।

তিনি আরও জানান, কয়েকটি চালান নিরাপদে পাচারের পর মঙ্গলবার রাতে র‌্যাবের কাছে খবর আসে, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে পাশের দেশ ভারত থেকে আনা অস্ত্র-গুলি কক্সবাজারে প্রবেশ করবে—এমন সংবাদে অভিযান চালায় র‌্যাব। প্রথমে সদরের পিএমখালী এলাকা থেকে চক্রের সদস্য হুমায়ন কবিরকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সদস্য রাজুকে কলাতলীর মেরিন ইকো রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি জামিল আরও জানান, জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে ভারত থেকে আনা একটি ৩০৩ রাইফেল, একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm