কারাগারেই যেতে হচ্ছে চিন্ময় কৃষ্ণকে, চট্টগ্রাম আদালতে উত্তেজনা

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এই নির্দেশের পরই আদালতে উত্তেজনা বাড়তে থাকে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এই নির্দেশ দেন।

এর আগে বিশেষ নিরাপত্তায় সকাল ১০ টা ৫০ মিনিটে আদালতে উপস্থিত করা হয় চিন্ময় কৃষ্ণকে। চিন্ময় কৃষ্ণের পক্ষে আইনজীবিরা জামিন চাইলেও বিচারক তা না মঞ্জুর করেন।

এদিকে,চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের বিরুদ্ধে সোমবার সন্থ্যা থেকেই চট্টগ্রামসহ দেশের একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। আদালত চত্বরেও সকাল থেকে জড়ো হতে থাকে সনাতনীরা। আদালতের নিরাপত্তা ঠিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে আদালতে পুলিশের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। আদালতে জামিন না মঞ্জুরের নির্দেশের পর ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় সনাতনীদের।

এর আগে, রাতেই ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে আনা হয়। সেখান থেকে সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে বিশেষ নিরাপত্তায় চট্টগ্রামের আদালতে হাজির করা হয়।

সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm