কারসাজি ধরার পর খাতুনগঞ্জের সেই আড়তদারদের এখন ‘বড় গলা’

দোকান বন্ধ রেখে রাস্তায় বিক্ষোভ

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযানে জরিমানার প্রতিবাদে ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পেঁয়াজের আড়তদাররা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আড়তদাররা দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভে অংশ নেয়া ব্যবসায়ীরা জানান, ভারতে দাম বাড়ায় খাতুনগঞ্জেও পেঁয়াজের দাম বেড়েছে। এই অবস্থায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন জরিমানা করছে। এভাবে যদি প্রতিদিন জরিমানা দিতে হয় তাহলে তারা ব্যবসা চালাতে পারবেন না।

কর্মসূচিতে অংশগ্রহণকারী আল আরাফাত ট্রেডার্স কর্ণধার আজগরের সাথে কথা বললে তিনি জানান, প্রতিদিন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রশাসন থেকে আমাদেরকে জরিমানার নামে হয়রানির শিকার হতে হয়। আমরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করছি, কোন অনিয়ম থাকলে সংগঠনের নেতাদের সাথে কথা বললে কি অনিয়ম হয়েছে সেটা আমাদের জানানো প্রয়োজন। তারা আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পর্যন্ত না দিয়ে জেল জরিমানার হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।

তিনি আরও বলেন, কালকেও আমার ব্যবসা প্রতিষ্টান আরাফাত ট্রেডার্সে ৫ হাজারসহ মেসার্স বরকত ভাণ্ডার ১০ হাজার, মেসার্স গোপাল বাণিজ্য ভাণ্ডার ১০ হাজার, মেসার্স হাজী মহিউদ্দিন সওদাগর ১০ হাজার, মেসার্স সেকান্দার অ্যান্ড সন্স ১০ হাজার, মোহাম্মাদীয়া বাণিজ্যালয় ১০ হাজার, মোহাম্মদ জালাল উদ্দীন ১০ হাজার, গ্রামীণ বাণিজ্যালয় ৫ হাজার, মেসার্স বাগদারিক করপোরেশন ৫ হাজার ও শাহাদাত ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করেন এবং জেলের হুমকি দেয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি যা ৬ টা পর্যন্ত চলবে। তারপর আমারা মিটিংয়ে বসে আমাদের পরবর্তী পদক্ষেপ জানাব।
কারসাজি ধরার পর খাতুনগঞ্জের সেই আড়তদারদের এখন 'বড় গলা' 1
খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া মার্কেট কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গতকাল ভ্রাম্যমাণ আদালত ১০ আড়তকে জরিমানা করছে। তার ভিত্তিতে ব্যবসায়ীরা মিলে এই কর্মসূচি পালন করেছে। সংগঠন থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। আমরা সংগঠনের নেতারা তাদের সাথে বসে কথা বলব।

তবে অভিযোগ রয়েছে, গত বছর ঠিক এই সময়েই ভারত হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলে দেশের বাজারে অস্থিরতা দেখা দেয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে তখন লাগামহীনভাবে বেড়ে গিয়েছিল পেঁয়াজের দাম। কেজি প্রতি বেড়ে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা পর্যন্ত। পরে লম্বা সময় দাম স্থিতিশীল থাকলেও আবার অস্থির হয়ে উঠতে শুরু করেছে পেঁয়াজের বাজার। আর এর নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছে আগের সেই সিন্ডিকেটই।

এরই মধ্যে গত ১৫ দিনে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়ে এখন দ্বিগুন হয়েছে। ১৮ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকায়।

প্রসঙ্গত, রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাতুনগঞ্জে অভিযান চালিয়ে পেঁয়াজের দাম নিয়ে কারসাজির অভিযোগে ১০ আড়তদারকে লক্ষাধিক টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আরএ/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm