কাভার্ভভ্যানের চাকায় পিষ্ট চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী

চট্টগ্রামে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে এমদাদুল হাসান শোভন (২৯) নামে ওয়াসার একজন প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকার রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হাসান শোভনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানায়। তিনি চট্টগ্রামের খুলশীতে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন বলে জানা গেছে। কলেজিয়েট স্কুলের ২০০৬ ব্যাচের ছাত্র তিনি।

কাভার্ভভ্যানের চাকায় পিষ্ট চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী 1

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, মোটর বাইকে করে বাসায় যাওয়ার পথে একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে পাশ দিয়ে যাওয়া কাভার্ডভ্যানের নিচে পড়ে যান মোটরসাইকেল আরোহী এমদাদুল হাসান। সেখানে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm